Home | About Us | Porshi Team | Porshi Patrons | Event Announcement | Contact Us
হোমপেজ পুরনো সংখ্যা: সূচীপত্র  সাহিত্য  ||  ৯ম বর্ষ ৭ম সংখ্যা কার্তিক ১৪১৬ •  9th  year  7th  issue  Oct-Nov  2009 পুরনো সংখ্যা
কবিতা Download PDF version
 

সাহিত্য

 

কবিতা

হাসানআল আব্দুল্লাহ

মায়ের নাম

আমার মায়ের নাম জোহরা খাতুন

স্কুলে শেখেনি সমাস, যায়নি কলেজে

সর্বদা আনত মুখ; সত্যাগ্রহী সেজে

কাউকে করেনি জানি মধ্যদিনে খুন।

শিখেছে আরবি ভাষা, না বুঝে কোরান

পড়েছে আপন মনে ঘরে বসে বসে।

মাটির চুল্লিতে রানা সেরে ঘষে ঘষে

তুলেছে হাড়ির কালি, আগুনের ঘ্রাণ।

 

যুদ্ধ তার নিয়েছিলো অর্ধাঙ্গ ছিনিয়ে;

ছিলো শুধু ছেলে মেয়ে আর ভাইবোন

কায়ক্লেশে পেটে-পিঠে ধরেছে জীবন

ঊনিশে বিধবা হয়ে আমাদের নিয়ে।

এপ্রিল ২০, ২০০৮

জে ট্রেন, নিউইর্য়ক

 

 

 

আমার মৃত্যুর পর

বুধবার রাতে আমার মৃত্যুর

বাহাত্তর ঘন্টা পার হয়ে গেলে

এক বুড়ো তার স্ত্রীর কম্পিত দুহাত

নিজ হাতে পুরে বললেন, পৃথিবীর

বয়সের কোনো পরিবর্তন বস্তুতঃ নেই

ততোক্ষণে চারপাশ শান্ত হয়ে গেছে।

একজন উঠতি যুবক

তার কলেজ পড়ুয়া বান্ধবীর সাথে

তৃতীয় বারের মতো সঙ্গমে মিলিত হয়ে

স্তনে ঠোঁট দিতে গেলে

স্মিত হেসে প্রিয়া তার ডান হাতে আলগোছে

মুখখানা সরিয়ে দিলেন।

সুরায় উপুড় হয়ে

তিন জন সমালোচক আমার নাম

স্মরণ করতে পারলেন না। অথচ

গড়গড় করে ভাসিয়ে দিলেন মেঝে।

একজন ধীমান নাস্তিক

সিগারেট টানতে টানতে

অন্যমনস্ক, পড়ছিলেন স্বতন্ত্র সনেট

পাতা উল্টাতে উল্টাতে

ভাবলেন, নক্ষত্র ও মানুষের প্রচ্ছদ-এর

কোনো পরিবর্তন হলো না।

একজন ধার্মিক দাড়িতে হাত বুলাতে বুলাতে

বললেন, যথাস্থঃ যাওয়াই ধর্ম!

একজন প্রকৃতি প্রেমিক

কয়েকটি কাগজ আকাশে

ছুঁড়ে দিয়ে বললেন, অনেকগুলো নবীন

গাছের সাশ্রয় হবে

আমার সন্তান আর নিকটাত্মীয়রা যার যার

চোখ মুখ ধুয়ে

ইতিমধ্যে প্রয়োজনীয় গোসল সেরে ফেলেছেন।

ওদিকে আমার

রেখে যাওয়া জিনিসপত্র দেখার জন্যে

দূর থেকে ছুটে আসা

এক অচেনা পরিবারের দুরন্ত একটি বাচ্চা

দরজার পাশে পরিপাটি

আমারই জুতোর ভেতর দুই-পা ঢুকিয়ে

তার মাকে ডেকে সানন্দে বলছে, দেখো, কী সুন্দর!

অক্টোবর ২০, ২০০৭

উডহেভেন, নিউইয়র্ক

 

মন্তব্য:
এ সপ্তাহের জরীপ

প্রেসিডেন্ট ওবামা ঠিকমত দেশ চালা্চ্ছেন।

 
Code of Conduct | Advertisement Policy | Press Release | Hard Copy Archive
© Copyright 2001 Porshi. All rights reserved.